করোনায় মৃত্যুবরণকারী সিলেটের ডা. মঈনকে মাশরাফির ‘স্যালুট’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যু শোকে আচ্ছন্ন গোটা দেশ। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ মানুষ থেকে শুরু করে দায়িত্বশীল অনেক ব্যক্তিবর্গও ডা. মঈনের শোকে কাতর। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাতেও ছুঁয়ে গেছে এই চিকিৎসকের মৃত্যু।
আজ (বৃহস্পতিবার) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘সবাইকে শোকে ভাসিয়ে চলে গেলেন এক মহৎ প্রাণ ডাক্তার! করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল (বুধবার) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক মানবিক ডা. মো. মঈন উদ্দিন চলে গেলেন না ফেরার দেশে! তিনি ছিলেন করোনাভাইরাস প্রতিরোধে ফ্রন্ট লাইনের যোদ্ধা। তার এই মৃত্যু হৃদয় বিদীর্ণ করার মতো।’
মাশরাফি আরও লিখেছেন, ‘বিশ্বব্যাপী করোনাভাইরাসের ছোবলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আক্রান্ত। দেশের এই মহাক্রান্তিকালে ডা. মঈন উদ্দিন ছিলেন দেশের মানুষের জন্য আত্মোৎসর্গীকৃত। মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত একজন মানবসেবী হিসেবে মানুষের সেবা করে গেছেন তিনি। নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষকে তিনি চিকিৎসা সেবা দিয়ে গেছেন।’
লেখার পরে অংশে সাবেক অধিনায়ক ‘স্যালুট’ জানিয়েছেন ডা. মঈনকে, “মানুষের প্রতি, দেশের প্রতি তার এই আত্মত্যাগ শব্দ-বাক্যে প্রকাশের মতো নয়। মানবতার জয়গান গাওয়া ক্রান্তিকালের এই যোদ্ধাকে নিশ্চয় গোটা জাতি আজীবন পরম শ্রদ্ধায় স্মরণ করবে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সবশেষে আমি এই বীরযোদ্ধাকে জানাচ্ছি ‘স্যালুট’।”