করোনায় মারা গেলে প্রবাসীর পরিবার পাবে তিন লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে কোনো বাংলাদেশি কর্মী মারা গেলে তার পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান দেবে সরকার। তবে সেই প্রবাসীকর্মী শুধু বাংলাদেশি নাগরিক হলেই এই নিয়ম প্রযোজ্য হবে।

এছাড়া যেসব বাংলাদেশি নাগরিক করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে দেশে ফিরবেন তাদের বিমানবন্দরে নগদ পাঁচ হাজার টাকাসহ পরবর্তী সময়ে তারা যেন দেশে কর্মসংস্থান নিশ্চিত করতে পারেন সেজন্য ৫-৭ লাখ টাকা করে ঋণ দেবে সরকার। আর এসব অর্থ প্রদান করবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসীদের ফেরানোসংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনায় মারা যাওয়া প্রত্যেক প্রবাসীর পরিবারকে তিন লাখ টাকার অনুদান দেবে সরকার। তবে তারা যদি বাংলাদেশি নাগরিক হয় তবেই পাবে। অন্য দেশের পাসপোর্ট যদি না থাকে। অনলি (শুধু) তাদের টাকা দেওয়া হবে। এছাড়া করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে দেশে ফেরা প্রত্যেক নাগরিকের কর্মসংস্থান নিশ্চিতে ৫-৭ লাখ টাকা করে লোন দেবে সরকার।’

তাছাড়া বাংলাদেশি নাগরিক করোনা পরিস্থিতির কারণে কর্মহীন হয়ে দেশে ফেরা মাত্রই বিমানবন্দরে নগদ পাঁচ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

এ বিভাগের অন্যান্য সংবাদ