জীবাণুনাশক ছিটাচ্ছে সেনাবাহিনী

সামাজিক দূরত্ব নিশ্চিত করা, সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি শুক্রবার সিলেটের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এরআগে নগরীতে সিটি করপোরেশন, পুলিশ ও দমকল বাহিনী জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম শুরু করে। এবার সেনাবাহিনীও এই কার্যক্রম শুরু করলো।

শুক্রবার সিলেটের রেল স্টেশন, বিমানবন্দর, বাস টার্মিনাল এলাকাসহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করে সেনা সদস্যরা।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, শুক্রবার সিলেটে ১৫টি টিম মাঠে নামে। সিলেটের ৪ জেলার প্রতিটি উপজেলায় কাজ করছে সেনাবাহিনী। বিকেল থেকে টহল জোরদার করা হয়।টহলকালে সেনা সদস্যরা হ্যান্ড মাইকের মাধ্যমে মানুষকে ঘরে থাকা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ