জেলা পুলিশের নানা উদ্যোগ

সিলেট জেলা পুলিশের উদ্যাগে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)-এর সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এরমধ্যে নিরাপত্তা সামগ্রী বিতরণ, যানবাহনে জীবাণুনাশক ওষুধ স্প্রে, সুস্থ থাকার জন্য স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত বিভিন্ন নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করে পুলিশ । পুলিশ সদস্যদের মধ্যেও ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী বিতরণ করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

সোমবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনে জীবাণুনাশক ওষুধ স্প্রে মেশিন দিয়ে ছিটানো হয়। এসময় জেলা পুলিশের পক্ষ হতে পথচারীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার স্প্রে করা হয়।

পুলিশ সুপার কার্যালয় হতে জেলার ১১টি থানা ২টি তদন্ত কেন্দ্র ৩টি ইমিগ্রেশন চেকপোস্ট ও ২টি অস্থায়ী পুলিশ ফাঁড়ির প্রতিনিধির নিকট নিরাপত্তা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। বিকাল ৩ টায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে বন্দরবাজার-কোর্ট পয়েন্ট এলাকায় সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনে মধ্যে ভাইরাস সংক্রমণ প্রতিরোধক জীবাণুনাশক ওষুধ স্প্রে মেশিন দ্বারা ছিটানো হয়।

জেলার প্রত্যেকটি থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়িতে কর্মরত অফিসার-ফোর্সের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস, পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন তিনি। এছাড়া পুলিশের বিভিন্ন স্থাপনা, যানবাহন ও থানায় আগত সেবা প্রত্যাশীদের ভাইরাস সংক্রমণ হতে সুরক্ষিত রাখার জন্য বিশেষ ধরণের জীবাণু নাশক ওষুধসহ স্প্রে মেশিন ও সর্বসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ