যুক্তরাজ্যফেরত নারী সদর হাসপাতালের কোয়ারাইন্টাইনে
যুক্তরাজ্যফেরত এক নারীকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের (সদর হাসপাতাল) আইসোলেশন ইউনিটে কোয়ারাইন্টাইনে ভর্তি আছেন। এছাড়াও আরো তিনজনকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়া হয়েছে। এর আগে হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা অপর দুই ব্যক্তি সুস্থ থাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন- জেলায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
এছাড়া করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন যুক্তরাজ্য প্রবাসী নারীকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়। তিনি ১৩ দিন আগে দেশে আসেন। এর পর থেকে জ্বর ও দুর্বলতায় ভুগছিলেন। কাঁশি বা করোনার অন্য কোন উপসর্গ লন্ডন প্রবাসী ঐ মহিলার মধ্যে পরিলক্ষিত হচ্ছে না। ১-২ দিন দেখে তাকে হয়তো বাসায় পাঠানো যাবে।