করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে প্রবাসী
মৌলভীবাজারের কুুুুলাউড়ায় দুবাই ফেরত এক প্রবাসীকে করোনা ভাইরাস রয়েছে এমন সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে বিদেশ ফেরত এই প্রবাসীকে বাড়ির একটি আলাদা কক্ষে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্বক্ষণিক উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই ব্যক্তির সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন।
তিনি আরো বলেন, তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সোমবার (১৬ মার্চ) ঢাকা থেকে একটি বিশেষজ্ঞ দল কুলাউড়ায় আসবে।