মহানগর জাপার সম্মেলন ১৬ এপ্রিল
আগামী ১৬ এপ্রিল জাতীয় পার্টি সিলেট মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনটির সিলেট মহানগরের সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম।
এ তথ্য নিশ্চিত করে রবিবার সন্ধ্যায় বলেন, ‘সংগঠনের কার্যক্রম গতিশীল করতে আগামী ১৬ এপ্রিল সম্মেলন অনুষ্ঠিত হবে। যেহেতু জেলায় করোনাভাইরাসের কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে। এপ্রিল পর্যন্ত যদি এই পরিস্থিতি থাকে তবে এই সম্মেলন পেছানো হতে পারে।’
এদিকে এই সম্মেলন প্রস্তুতি নিয়ে গত ১৪ মার্চ রাতে একটি সভা অনুষ্ঠিত হয়। মহানগর জাতীয় পার্টির আহবায়ক এহিয়া চৌধুরী এহিয়ার বাসভবনে তার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুমের সঞ্চালনায় এতে সিলেট মহানগরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।