জগন্নাথপুরে রেডক্রিসেন্ট সোসাইটির প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে। রবিবার জগন্নাথপুর উপজেলার স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণে শিক্ষার্থীদের মোলিক প্রাথমিক চিকিৎসা গ্রহণের ব্যাপারে হাতে কলমে শিক্ষা দেয়া হয়। এছাড়া প্রশিক্ষণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা ও করুনা ভাইরাস থেকে মুক্ত থাকতে বিভিন্ন দিক তুলে ধরা হয়।
দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছায়েদ আলী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ও জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হাজী সুহেল আহমদ খান টুনু। বক্তব্য রাখেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল খান মুন্না। প্রশিক্ষণ প্রদান করেন, রেড ক্রিসেন্ট সোসাইটির যুব উপদেষ্ঠা মোঃ সেরুজ্জামান ও যুব প্রধান মোঃ মাসুম আহমদ।