‘সিলেটের দুবাই প্রবাসী ফুসফুসের রোগে আক্রান্ত, করোনায় নয়

দুবাই প্রবাসী জাকারিয়া (৩২) করোনা ভাইরাসে আক্রান্ত নন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান দুপুরে সাংবাদিকদের এমন তথ্য জানান।
ব্রিফিংয়ে তিনি জানান, ‘জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে লিখিত রিপোর্ট রবিবার আমাদের হাতে এসে পৌঁছেছে। সেই রিপোর্টে জাকারিয়ার শরীরে নভেল করোনাভাইরাসে (এনকভ-১৯) এর অস্তিত্ব মিলেনি।’
তিনি বলেন, জাকারিয়া বেশ কিছুদিন থেকে ফুসফুস জনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি দেশে ফেরার পর সর্দি জ্বর কাশিসহ বেশ কিছু আলামত নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। যেহেতু প্রবাস থেকে বিভিন্ন দেশের মানুষের সাথে তার বসবাস ছিলো ; সেহেতু তার শরীরে করোনা ভাইরাস আছে কিনা সন্দেহেরে সৃষ্টি হয়। এরজন্য জাকারিয়াকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে সেবা দেয়া হচ্ছিলো।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাত ১১টায় ওই প্রবাসী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিতে যান। ওসমানী হাসপাতাল থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। ওই প্রবাসী গত ২৯ ফেব্রুয়ারি দুবাই থেকে সিলেটে আসেন। এরপর তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হন। আইইডিসিআর-এর একটি প্রতিনিধি বৃহস্পতিবার সদর হাসপাতাল থেকে সন্দেহভাজন ওই রোগীর রক্তের স্যাম্পল সংগ্রহ করেন। সংগৃহীত স্যাম্পল নিয়ে বৃহস্পতিবারই প্রতিনিধি দলের সদস্যরা ঢাকায় ফিরে যান। ৪৮ ঘন্টার মধ্যে ওই পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে বলে তখন স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছিল। এরপর রবিবার এ পরীক্ষার রিপোর্ট স্বাস্থ্য বিভাগের হাতে এল।

এ বিভাগের অন্যান্য সংবাদ