বিদ্যুৎ ও পানির দাম বৃদ্ধি: সিলেটে এনডিএফ বিক্ষোভ

বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। রোববার বিকেলে নগরের সুরমা মার্কেট থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

এসময় সেখানে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা চতুর্থ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক মামুন আহমদ খান। বক্তারা অবিলম্বে ‘গণবিরোধী’ বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহবান জানান।

জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলমের পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার সহ সভাপতি অধ্যাপক আবুল ফজল, দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয় সংঘ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী, জাতীয় ছাত্র দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি দ্বীনবন্ধু সৌরভ, জেলা যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, প্রেস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা সভাপতি এ কে আজাদ সরকার, জাতীয় ছাত্রদল সিলেট পূর্বাঞ্চল শাখার আহবায়ক এম এ সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন নেতা সাজু মিয়া, চা শ্রমিক নেতা ইমন মিয়া প্রমুখ।

সভা থেকে আগামী ৩ এপ্রিল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেটের চতুর্থ জেলা সম্মেলন সফলে সর্বসাধারণের সহযোগীতা ও অংশগ্রহণ কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ