‘চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনা মোতায়েন হবে না’
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেছেন, অফিস আদালত বন্ধ ঘোষণা না করেই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন করার চিন্তা ভাবনা রয়েছে কমিশনের। এছাড়া, ঢাকা-১০ আসনের উপনির্বাচন এই প্রক্রিয়ায় করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তবে নির্বাচনের দিন স্কুল কলেজ বন্ধ থাকবে বলেও জানান তিনি।
শুক্রবার (২৮শে ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে, মত বিনিময় সভায় কমিশনার মনোনয়নপত্র যাচাই বাছাই সংক্রান্ত বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন।