বিনম্র শ্রদ্ধায় সিলেটে পালিত হচ্ছে মহান ভাষা দিবস
সিলেটে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গতরাত থেকে শুরু হয় শ্রদ্ধ নিবেদন।
বিভিন্ন প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিসহ সকল শেণি-পেশার মানুষের ঢল নামে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
পরে ভোর থেকেই শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে আসেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতা। ভাষা শহীদদের স্মরণে সর্বস্তরের জনতা ফুল হাতে লাইনে দাঁড়িয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টানসহ নানা কর্মসূচি পালন করছে। জুমার নামাজের পর মসজিদে দোয়াও করা হয়েছে। ভালো খাদ্য পরিবেশন করা হচ্ছে হাসপাতাল, কারাগার, এতিমখানায়।
আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া প্রহরায় শহীদ মিনার চত্বরসহ আশপাশ এলাকায় নেয়া হয়েছে নিশ্চিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা। পুরো শহীদ মিনার এলাকা রাখা হয় সিসি ক্যামেরার আওতায় রয়েছে। নগরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা।