হবিগঞ্জে চার জুয়াড়ি আটক

হবিগঞ্জের বাহুবলে চার জুয়াড়িকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর অগে বুধবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার স্নানঘাট ইউনিয়নের মুদাহরপুর গ্রামের মনড় আলীর ছেলে রঙ্গু মিয়া (৫০) ও গফুর আলীর ছেলে সফর আলী (৬০) এবং দক্ষিণ স্নানঘাট গ্রামের ওয়াহিদ উল্লাহর ছেলে দুলাল মিয়া (৬২) ও সুরুজ উল্লাহর ছেলে নায়েব আলী (৬০)।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ