হাওর অঞ্চলের দুই অতিরিক্ত এডিশনাল পিপিকে সংবর্ধনা প্রদান


সুনামগঞ্জ জেলার হাওর অঞ্চলের দুই জন বিজ্ঞ আইনজীবী এডভোকেট শামসুল ইসলাম ও এডভোকেট রঞ্জিত সরকার সিলেট জেলা বারের অতিরিক্ত পিপি নির্বাচিত হওয়ায় হাওর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে তাদের নিজ কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, হাওর উন্নয়ন পরিষদের সভাপতি সুরঞ্জিত বর্মন, সাধারণ সম্পাদক খালেদ মিয়া, এডভোকেট সুজিত বৈদ্য, এডভোকেট মো. আলাউদ্দিন প্রমুখ।
এসময় এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, আইনের সুশাসন প্রতিষ্ঠার জন্য সকল আইনজীবীকে একযোগে কাজ করতে হবে। তিনি নির্যাতিত মানুষকে আইন সহায়তা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতি আহŸান জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ