পুলিশ সদস্যদের মাদকের সাথে না জড়াতে এসএমপি কমিশনারের সতর্ক
কোন ধরণের অপকর্মে না জড়াতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম। সোমবার এসএমপি’র পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পুলিশ সদস্যদের মাদকের সাথে না জড়ানোর বিষয়ে সতর্ক করে দেন তিনি।
এসএমপি’র সদরদপ্তর এর সভাকক্ষে, উপ-শহর, এফ ব্লক এ মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশন) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) কামরুল আমীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) সঞ্জয় সরকার, অতিঃ উপ-পুলিশ কমিশনার (মিডিয়া ও কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা, র্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিওল আলম, পি.বি.আই, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সারোয়ার জাহান, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এর ইমিগ্রেশন এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিলেট এর পরিদর্শক ফনীভূষণ রায়, ট্যুরিস্ট পুলিশ, সিলেটের পুলিশ পরিদর্শক মোঃ আব্দুর নূর, হাইওয়ে পুলিশের এসআই মোঃ কামরুল ইসলাম সহ সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। সিলেট শহরবাসী যাতে সর্বোচ্চ পুলিশি সেবা পায় সেটা নিশ্চিত করা ও কোন জনগন যেন হয়রানীর শিকার না হয় সেই বিষয়ে এবং তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির জন্য এসএমপি’র সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার । শহরের চুরি-ছিনতাই-ডাকাতি প্রতিরোধের জন্য পুলিশের টহল বৃদ্ধি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখা উপর গুরুত্ব আরোপ করেন এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সদস্যদের সর্বদা তৎপর থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। ৯৯৯ এর সেবা জোরদার এবং ভাড়াটিয়া তথ্য সংগ্রহ অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন। এছাড়া পুলিশের জনমুখী সেবা বৃদ্ধি করা ও কোন স্থানে কোন ধরনের ঘটনা ঘটলে সেখানে দ্রুততম সময়ের মধ্যে উপস্থিত হয়ে তা সমাধান করা এবং কোন ধরনের ঘটনা যাতে না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ প্রদান করেন। সভায় জানুয়ারি/২০২০খ্রিঃ মাসে অধিক সংখ্যক পরোয়ানা তামিল, অধিক পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার, ছিনতাইকারী গ্রেফতার, জোড়া খুনের মামলার আসামী গ্রেফতার এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের ব্যবস্থা, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল ও জরিমানা আদায়, মাদকদ্রব্য উদ্ধার ও মামলা প্রস্তুত করার জন্য এসএমপি’র এসআই/ সুমন কুমার শীল ও এএসআই/ মোঃ ইখতিয়ার উদ্দিন, জালালাবাদ থানা, এসআই/ অমিত সাহা ও এসআই/ শেখ মোঃ ইয়াছিন ভূঁইয়া, এয়ারপোর্ট থানা, এসআই/রিপটন পুরকায়স্থ, শাহপরাণ (রহঃ) থানা, এসআই/রাজিব কুমার রায় ও এএসআই/ মোঃ সেলিম মিয়া, মোগলাবাজার থানা, টিএসআই/ মোঃ আকবর হোসেন, ট্রাফিক বিভাগ, এসআই(নিঃ)/মোঃ মাহাবুব আলম মন্ডল ও এসআই (নিঃ)/ সৌমেন দাস, মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) দেরকে পুরস্কৃত করা হয়।
এদিকে, মাসিক কল্যাণ সভায় ক্রীড়া ক্ষেত্রে নৈপুন্য প্রদর্শন ও সাফল্যের জন্য বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার।