সর্বশেষ

চীন ফেরত যুবকের বিয়ে বন্ধ

চীন থেকে ফেরত দুই সপ্তাহ আগে এসেছিলেন। বিয়ের চলছে আয়োজনও। কিন্তু বিয়ে গেলো ভেস্তে। রাখা হলো নজরবন্দি করে।

ভারতের কেরালায় ঘটে ঘটনাটি।

চীনের কুখ্যাত উহান শহর থেকে দেড়হাজার কিলোমিটার দূরে ওয়াইয়ু শহরে কাজ করেন ওই যুবক। ১৯ জানুয়ারি কোচি পৌঁছান তিনি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) গোপনে তার বিয়ের আয়োজন সেরেছিলেন বাড়ির লোকজন।

তবে বিয়ের একদিন আগে জানাজানি হয়ে যায় সব। পঞ্চায়েতও জানতে পারে। এরপরই প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। বিয়ে বাতিল করে বাড়িতেই নজরবন্দি করা হয় যুবককে।

এদিকে, ৩জন আক্রান্ত হওয়ার পরে সোমবার রাজ্যের বিপর্যয় ঘোষণা করে কেরালা। বলা হয়, কেউ চীন থেকে ফিরলেই তাকে ২৮ দিনের জন্য গৃহবন্দি থাকতে হবে।

তাই ওই যুবককে জানানো হয়, ২৮ দিন নজরবন্দি থাকার নিয়ম উপেক্ষা করা যাবে না। ফলে বিয়ে আপাতত বন্ধ!

50% LikesVS
50% Dislikes
এ বিভাগের অন্যান্য সংবাদ