ড. আসাদুল্লাহ গালিব সিলেটে আসছেন শুক্রবার
দেশবরণ্যে আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মুহাম্মদ আসাদুল্লাহ গালিব শুক্রবার সিলেট আসছেন। তিনি শুক্রবার নগরীর কুমারপাড়াস্থ আত-ত্বাকওয়া মসজিদে জুমআর খুৎবা পেশ করবেন। এছাড়া তিনি জুমআর নামাজ শেষে আত-ত্বাকওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিতব্য এক সুধী সমাবেশে আলোচনা পেশ করবেন।
উক্ত সুধী সমাবেশে সিলেটের ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আত-ত্বাকওয়া মাসজিদ এন্ড ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ। অনুষ্ঠানে মহিলাদের জন্য বসার ও সালাত আদায়ের পৃথক ব্যবস্থা রয়েছে।