করোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণ থেকে রক্ষা
ধর্ষককে করোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করেছেন দেশটির এক নারী। গত শুক্রবার উহানের নিকটবর্তী জিংশান শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ওই নারীর নাম ইয়ি। আর ২৫ বছর বয়সী অভিযুক্ত ওই যুবকের নাম জিয়াও। পুলিশ জানিয়েছে, রাতে জানালা ভেঙে জিয়াও নামে ওই যুবক ইয়ি’র ঘরে প্রবেশ করে। তখন ইয়ি বুঝতে পারেন, জিয়াও তাকে ধর্ষণ করতে এসেছে। তখন তিনি তার সামনে কাশি দিতে শুরু করেন।
ইয়ি চিৎকার করে বলেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উহান থেকে ফেরত এসেছি। এজন্য আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকছি।’ এরপর জিয়াও ভয় পেয়ে পালিয়ে যান। তবে যাওয়ার আগে তার বাসা থেকে বেশ কিছু টাকা নিয়ে যান তিনি। যদিও পুলিশ পরে তাকে আটক করে।