ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়েরও
ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার ‘মানসিক ভারসাম্যহীন’ ছেলের প্রাণ গেছে। সোমবার দুপুরে বগুড়ার কাহালুতে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- কাহালু পৌর এলাকার সাগাটিয়া গ্রামের মা ফেলানী বেগম (৫৫) ও ছেলে রাজ বাবু (২৫)।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, সোমবার বেলা দেড়টার দিকে কাহালু রেলওয়ে স্টেশনে রেলপথের উপর বসে ছিলেন রাজু। এ সময় ওই রেলপথ দিয়ে ঢাকাগামী ‘লালমনি এক্সপ্রেসের’ একটি ট্রেন আসতে দেখে বাবুকে সেখান থেকে সরিয়ে নিতে এগিয়ে আসেন তার মা। এ সময় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়।”
ওসি জানান, বাবু মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার মা স্টেশনে বরই, আচার বিক্রি করে জীবিকা চালাতেন।রেলওয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে তাদের হেফাজতে রেখেছে।