সিলেটে জোড়া লাগানো কন্যা শিশুর জন্ম
সিলেটে লাগানো দুটি কন্যা সন্তানের জন্ম হয়েছে। সন্তান দুটির একটি লিভার রয়েছে। তাদের দুজনেরই পেট জোড়া লাগানো।
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ জোড়া সন্তানের জন্ম হয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর গ্রামের হাফেজ মামুনুর রশিদ তাদের বাবা।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশু দুটি স্বাভাবিক আছে। লিভার সংস্থাপনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা যাবে বলে জানান তারা।
তাদের দুজনের একটি লিভার। লিভার দুটি সংস্থাপন করা হলে আলাদাভাবে সুস্থ হয়ে ওঠবে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের বিভাগী প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল আলম।