হুমায়ূন রশিদ চৌধুরী ডিপ্লোম্যাসি ইনস্টিটিউট প্রতিষ্ঠা হবে সিলেটে

সদ্য সাবেক মূখ্য সচিব ও  হুমায়ূন রশিদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি মো. নজিবুর রহমান বলেছেন,  শাহজালাল বিশ্ববিদ্যালয় স্থাপনে মরহুম স্পিকার জননেতা হুমায়ূন রশিদ চৌধুরী অক্লান্ত পরিশ্রম করেছেন, তাঁর আন্তরিকতার ফলেই শাহজালাল মাজার এলাকার আশেপাশের এলাকাকে কসবে সিলেট অনুমোদন হয়।  যার ফলে এ অঞ্চলের মানুষের ভূমি কর দিতে হয়না। সিলেটের উন্নয়নে তিনি ছিলেন খুবই আন্তরিক। তাঁর আমলেই সিলেটের সবচেয়ে বেশি অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। তাঁর স্মৃতিকে অম্লান রাখতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হুমায়ূন রশিদ চৌধুরী চেয়ার স্থাপন করা হবে। অচিরেই হুমায়ূন রশিদ চৌধুরী ডিপ্লোম্যাসি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে।

এ বিশ্ববিদ্যালয় তাঁর বহুমাত্রিকতায় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।  শাহজালাল বিশ্ববিদ্যালয় দেশে দ্যুতি ছড়াচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আন্তরিকতা রয়েছে যার প্রমাণ এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১২শত কোটি টাকা দিয়েছেন। মুজিব বর্ষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করা হবে।  হুমায়ুন রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ আরও বড় পরিসরে সমাজের কল্যাণে কাজ করবে।

তিনি আরো বলেন, সিলেট পর্যটন সমৃদ্ধ জেলা, সিলেটের পর্যটন কে বিশ্বের দরবারে তুলে দরতে শাহজালাল বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।  ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অরগানাইজেশান এর আ্যফিলিয়েটেড প্রতিষ্ঠান হতে পারবে সাস্ট ট্যুরিস্ট ক্লাব।

তিনি ৩১ জানুয়ারী শুক্রবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাস্ট ট্যুরিস্ট ক্লাবের ২৫বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও সাস্ট ট্যুরিস্ট ক্লাবের ২৫বছর পূর্তি অনুষ্ঠানের সমন্বয়ক তানভীর আহমদ চৌধুরী’র পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক,     নর্থ ইষ্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম,  সাস্ট ট্যুরিস্ট ক্লাব এর প্রতিষ্ঠাতা শাহ বদরুদ্দোজা শাহীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শামসুল আলম, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, অর্থনীতি বিভাগের শিক্ষক ড. মাহবুবুর রহমান, বিশিষ্ট শিশু চিকিৎসক ও পর্যটন বিশেষজ্ঞ ডা. জাকারিয়া হোসাইন,  সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক ফালাহ উদ্দিন আহমদ, সাস্ট ট্যুরিস্ট ক্লাবের সভাপতি  দিদারুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সাল মাহমুদ, সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক মুকির হোসেন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে হুমায়ূন রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ এর পক্ষ  দুইজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। সাস্ট ট্যুরিস্ট ক্লাবের পক্ষ থেকে অতিথিবৃন্দদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ