জুড়ীতে লাশ উদ্ধার

মৌলভীবাজারের জুড়ীতে বদরী যাদব (৪৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে নিজ বাড়ীর পাশের জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

বদরী যাদব উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের নিজ লাইন এলাকার বাসিন্দা পলটু যাদবের ছেলে।

জানা যায়, বদরী যাদব শুক্রবার রাত ৮টার দিকে বাড়ী থেকে বের হন। শনিবার সকাল ৮টায় বাড়ীর পাশে জমিতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশের মাথা, মুখ ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ