৫ জনের লাশ নিয়ে দেড় শ’ বাঙালি ফিরছেন দেশে
লিবিয়া সংকট
৫ জনের লাশ নিয়ে লিবিয়া থেকে দেশে পাঠানো হয়েছে ১৪৮ বাঙালিকে।
একটি চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে তারা দেশে আসছেন বলে জানা গেছে। তাদের বহনকারী ফ্লাইটটি আজ বুধবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
এসব বাংলাদেশিরা মূলত ত্রিপলীতে চলমান যুদ্ধের কারণে স্বেচ্ছায় দেশে ফিরে আসছেন। তাদের মধ্যে ত্রিপলীতে ড্রোন হামলায় আহতসহ ৯ জন অসুস্থ প্রবাসী রয়েছেন। এছাড়া একই ফ্লাইটে আসছে পাঁচটি মরদেহও।
লিবিয়ায় সংকট শুরু হয় ২০১১ সালে। যেটি গৃহযুদ্ধে রূপ নেয়। যা এখনও চলছে। আর অনেক বাংলাদেশি অভিবাসী জীবনের ঝুঁকি নিয়ে সেখানে আছেন। এ রকম বিপজ্জনক পরিবেশে অনেক বাংলাদেশি দেশে ফিরতে চাইছেন। এ প্রেক্ষাপটেই ১৪৮ জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
আন্তর্জাতিক অভিবাসী সংস্থা তাদের সহযোগিতা করে দেশে ফেরত আনার ব্যবস্থা করেছে। আইওএম এই অভিবাসীদের দেশে নিরাপদ ও সুষ্ঠুভাবে ফেরার জন্য বিমান ভাড়াসহ সবধরনের সহযোগিতা দিয়েছে।
বুধবার দেশে ফেরার পর বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের স্বাস্থ্য সেবা, মনো-সামাজিক সহায়তা, খাদ্য এবং আগমন পরবর্তীকালে তথ্য দিয়েও সহায়তা করবে আইওএম।