আইসিসি স্কোয়াডে নেই বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাজিকরদের সঙ্গে যোগাযোগের বিষয়টি লুকানোর অভিযোগে সব ধরনের ক্রিকেটে এক বছর নিষিদ্ধ হয়েছেন সাকিব। এজন্যই হয়তো আইসিসির বর্ষসেরা ওয়ানডে স্কোয়াডে সুযোগ পাননি টাইগার টেস্ট ও টি-২০ অধিনায়ক।

আইসিসি ২০১৯ সালের যে ওয়ানডে ও টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে, তাতে সুযোগ হয়নি সাকিবের। শুধু সাকিব নন, সুযোগ হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে স্কোয়াডের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। টেস্ট একাদশে সর্বোচ্চ পাঁচ ক্রিকেটার অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডের তিনজন, ভারতের দুজন এবং ইংল্যান্ডের একজন। ওয়ানডে দলে সবচেয়ে বেশি চারজন ভারতের। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের দুজন এবং একজন করে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের।

বর্ষসেরা টেস্ট স্কোয়াড : মায়াঙ্ক আগারওয়াল, টম ল্যাথাম, মানার্স লাবুশেন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক) প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেইল ওয়েগনার ও ন্যাথান লিওন।

বর্ষসেরা ওয়ানডে স্কোয়াড : রোহিত শর্মা, শাই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, ট্রেন্ট বুল্ট, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

এ বিভাগের অন্যান্য সংবাদ