ফেল করা বিষয়ে ফের পরীক্ষা নেওয়ার দাবি

ফেল করা বিষয়ে ফের পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহী কলেজের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্সের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে তারা এ কর্মসূচি পালন করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত এই শিক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্বের পরীক্ষায় ‘গণফেল’ এর প্রতিবাদ জানান। অনাকাঙ্ক্ষিত এ ফল প্রত্যাখ্যান করে তারা আবার পরীক্ষা গ্রহণের দাবি জানান।

তারা বলেন, গণফেলের ফল তারা মানেন না। আবার পরীক্ষা নিতে হবে।
বক্তারা বলেন, খাতা ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বলে গণফেল এসেছে। যে কোনো শর্তে দ্রুত সময়ের মধ্যে তাদের মাস্টার্স শেষপর্বে ভর্তির সুযোগ দিতে হবে।
তারা বলেন, সেশনজটের কারণে আমরা হতাশায় ভুগছি। আমাদের মাস্টার্স দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হোক। আমরা অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা দিতে চাই। তারা এক মাসের মধ্যে অর্থ ছাড়া সীমিত সিলেবাসে পুনরায় অকৃতকার্য বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানান।

শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আর তাদের ভর্তির সুযোগ করে না দেওয়া হলে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।

মানববন্ধনে আতিকুল ইসলাম, সাদিকুল ইসলাম, প্রদীপ কুমার সাহা, আফসানা খাতুন, এনামুল হক, সুমন ইকবালসহ প্রিলিমিনারি টু মাস্টার্স পর্বের অকৃতকার্য প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ