জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক হত্যা: পাঁচজনের মৃত্যুদণ্ড

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রায়পুরে কৃষক আলী আকবর ক্বারী হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার আদেশ দেয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে বেকসুর খালাস দেন আদালত।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচার রহিবুল ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন জসিম, তহির, তাদের পিতা নুরু মিয়া, সফিকুল ও রুবেল। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, মুক্তার, জুয়েল ও রাহেলা। এর মধ্যে যাবজ্জীবন প্রাপ্ত মুক্তার ও জুয়েল পলাতক রয়েছেন।

মামলা এজাহার সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার চরশবংশী স্টীল ব্রীজ এলাকার আলী আকবর ক্বারীর বাড়িতে ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে বিরোধীয় সম্পত্তিতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে আলী আকবরের সাথে একই এলাকার জসিম গংদের সাথে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা বাধে।

এক পর্যায়ে জসিম, তহির ও তাদের বাবা নুরু মিয়াসহ বেশ কয়েকজন দলবদ্ধভাবে এসে প্রকাশ্যে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আলী আকবর ক্বারীকে আহত করে। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

এ ঘটনায় নিহতের ছেলে মো. তহিরুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনের নামে রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ২০১৯ সালের পহেলা এপ্রিল ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।

সরকারপক্ষের কৌশলী পিপি জাসীম উদ্দীন জানান, দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমণিত হওয়ায় পাঁচ জনকে মৃত্যুদণ্ড ও তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ন্যায় বিচার পাওয়ায় তারা এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।তবে বিবাদীপক্ষের আইনজীবি মো. মুনসুর জিলানী জানান, তারা এ রায়ে ক্ষুব্ধ। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান এ আইনজীবি।

এ বিভাগের অন্যান্য সংবাদ