মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী সৈয়দ কায়সারের মৃত্যু
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ যুদ্ধাপরাধী সৈয়দ মোহাম্মদ কায়সার (৭৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুভাষ কুমার জানান, শুক্রবার ভোর পাঁচটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলার
চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সৈয়দ কায়সারের ছোট ভাই সৈয়দ মোহাম্মদ ফয়সল জানান, তার ভাই ঢাকা কেন্দ্রীয় কারাগারের আওতাধীন বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।
তার মরদেহ মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, সৈয়দ কায়সারকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় ২০২০ সালের ১৪ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও বহাল থাকে। তবে রায়ের বিরুদ্ধে রিভিউ আপিল করেন তিনি।
এরআগে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কায়সারকে সাতটি অভিযোগে মৃত্যুদণ্ড দেন। এর মধ্যে ধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড; অপহরণ, আটকে রেখে নির্যাতন ও হত্যার চারটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিনটি অভিযোগে বিভিন্ন মেয়াদে তাঁকে ২২ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার বলেন, সৈয়দ মোহাম্মদ কায়সার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। সেখানে আজ ভোর ৫টা ১০ মিনিটে তিনি মারা যান।