যাত্রীছাউনি থেকে যুবকের লাশ উদ্ধার
নীলফামারীর কিশোরগঞ্জে যাত্রীছাউনি থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার নিতাই ইউনিয়নের মৌলভীরহাট যাত্রীছাউনি থেকে তার লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে হাসপাতালে পাঠায় পুলিশ।
এলাকাবাসী জানান, অপরিচিত ওই যুবক রোববার বিকালে হাটে এসে ঘুরাফেরা করে রাতে যাত্রী ছাউনিতে ঘুমায়। পরদিন শৈত্য প্রবাহের কনকনে ঠাণ্ডায় কাতর হলে খিচুনি দিয়ে সেখানে অসুস্থ্য হয়ে পড়ে।
স্থানীয়রা তাকে পাগল ভেবে শীত নিবারণের জন্য গরম কাপড় দেয়। খাবার দিলে সামান্য একটু খায়। মাঝে-মধ্যে খিচুনি দেওয়ায় তার অবস্থা খারাপের দিকে যায়। পরে ওই যাত্রীছাউনিতে বুধবার রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ওসি এসএম শরিফ জানান, এখনো অজ্ঞাত ওই যুবকের লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।