কার-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
নোয়াখালীর সুবর্ণচরে প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল আমিন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মন্নান নগর চৌরাস্তা হয়ে সুবর্ণচরের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। তাদের গাড়িটি দক্ষিণ চরওয়াপদা আল আমিন রাস্তার মাথায় পৌঁছলে প্রধান সড়কের পাশ থেকে উঠে আসা একটি মোটরসাইকেলকে অতিক্রম (ওভারটেকিং)
করতে গিয়ে ধাক্কা লেগে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি পাশের গর্তে পড়ে গিয়ে দুই যাত্রী নিহত হন। আহত হন ওই তিনটি বাহনের আরও অন্তত পাঁচজন। আহতদের মধ্যে কয়েকজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার ও দুর্ঘটনাকবলিত বাহনগুলো উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বলেও জানান তিনি।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।