সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এবার বৃদ্ধের মৃত্যু

রাজধানীর ওয়ারী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এবার এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম স্বপন কুমার সরকার (৬২)।  তিনি গেণ্ডারিয়ায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বপন কুমার সরকার রিকশায় যাচ্ছিলেন। ময়লার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন হাওলাদার জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহতের খবর পেয়েছি। দুর্ঘটনার পরে চালক দ্রুত পালিয়ে গেছেন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ গাড়িটি শনাক্তের চেষ্টা করছে।
এর আগে গত নভেম্বরে গুলিস্তানে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজশিক্ষার্থী নিহত হন। এরপর পান্থপথ এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সাবেক গণমাধ্যমকর্মীর মৃত্যু হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ