স্বামীর লাঠির আঘাতে ঝিনাইদহে গৃহবধূ নিহত
ঝিনাইদহের মহেশপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে এ ঘটনাটি ঘটেছে।
নিহত রোজিনা খাতুন উপজেলার চাঁদরতনপুর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী।
রোজিনার বাবার বাড়ি চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। সাত বছর আগে বিয়ে হয় তাদের। দুই কন্যাসন্তানের মা তিনি।
মহেশপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গৃহবধূ রোজিনা ও তার স্বামী মহিদুলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী স্ত্রীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রোজিনার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে মহিদুল ইসলামসহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।