হাফ পাস ইস্যুতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

 

হাফ পাস চালুর দাবির আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় সাইন্সল্যাব মোড়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের এই ঝামেলার সূত্রপাত হয়।

এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। তারা সড়কের উভয়পাশে ১০টির বেশি গাড়ি ভাঙচুর করেন বলে জানা গেছে।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, ‘ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা ধানমন্ডিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তবে কথা বলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’

পুলিশ ও স্থানীয়রা জানান, ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের বিপরীত দিকে আড়াই শতাধিক শিক্ষার্থী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ব্যানার-ফেস্টুন নিয়ে শনিবার সকাল ১০টার পর থেকে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য বাসে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

পরে তারা সড়ক অবরোধ করেন।   এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

তবে যাত্রীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নিচ্ছে বাসগুলো। এছাড়াও শিক্ষার্থীদেরও হাফ ভাড়ার প্রথা মানতে চাইছে না বাস মালিকরা। এ ঘটনায় রাজধানীর মিরপুর, বনানী, রামপুরা ও নীলক্ষেত এলাকায় যাত্রী, বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে কয়েকদিন ধরে বেশকিছু ঘটনা ঘটেছে।

সবশেষ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ