শনিবারের মধ্যে বাসে হাফ ভাড়া চায় ছাত্ররা

 

 

শিক্ষক ও পুলিশের আশ্বাসে আগামী শনিবার পর্যন্ত আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে সকাল থেকে রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় কয়েকটি বাস থেকে যাত্রীদের নামিয়ে বাস গলিতে আটকে রাখেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, এ রুটে প্রতিদিন অনেক শিক্ষার্থী চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্বব্যবহার করেন। হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে তারা বাস আটকে দিয়ে বিক্ষোভ করছেন।

এদিকে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য চলমান। সরকারের ঘোষনায় বন্ধ হওয়ার কথা থাকলেও বন্ধ হয়নি সিটিং সার্ভিস, গেট লক ও ওয়ে বিল। ভুক্তভোগী যাত্রীরা জানান, সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া আদায় করছেন না বাস চালকেরা।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে ব্যয় বিশ্লেষণ কমিটি করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

এ বিভাগের অন্যান্য সংবাদ