ডেঙ্গু: হাসপাতালে আরও ১২৩ জন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায়
হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৩ জন। এরমধ্যে ঢাকায় ৯৪ জন এবং ঢাকার বাইরে ২৯ জন নতুন রোগী পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।
চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪২ জন। ডেঙ্গুতে মোট ৯৭ জন প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৯৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকার বাসিন্দা ৪৭৮ জন। বাকি ১১৬ জন ঢাকার বাইরে অন্য বিভাগের।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৮৯৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২৫ হাজার ২০৬ জন।