বড়াইগ্রামের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

 

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের চান্দাই উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রে নৌকা ও চশমা প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন- মনোয়ার হোসেন, ফজলু ও ওমেদ আলী।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের চান্দাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে নৌকা সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী চশমার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৩ জন আহত হন।

আহতদের বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ