স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ১৭ নথি গায়েব, শাহবাগ থানায় জিডি
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের ১৭টি নথি পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার শাহবাগ থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্ত্রণালয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) শাহাদৎ হোসাইনের কক্ষে (ভবন নং-৩, কক্ষ নং-২৯) ক্রয় ও সংগ্রহ শাখা-২-এর সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জোসেফ সরদার এবং সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকার হেফাজতে থাকা ১৭টি ফাইল পাওয়া যাচ্ছে না।
জিডি সূত্রে জানা যায়, গত বুধবার সংশ্লিষ্টরা অফিস করে নথিগুলো ফাইল কেবিনেটে রাখেন। পরবর্তী সময়ে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কাজ করতে গিয়ে দেখেন ফাইলগুলো কেবিনেটে নেই।
উপ সচিব নাদিয়া হায়দার শাহবাগ থানায় জিডিটি করেন। বৃহস্পতিবার জিডি হওয়ার পরই সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ সূত্রে জানা যায়, সিআইডির দক্ষিণ বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. কামরুজ্জামানের নেতৃত্বে ক্রাইম সিন ইউনিটসহ একটি টিম ঘটনাস্থলে যায়। বিকেল ৫টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত সিআইডির টিম ঘটনাস্থলে অবস্থান করে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘পরিদর্শনের সময় উপ সচিব (প্রশাসন) মো. সারোয়ার মোর্শেদ, উপ সচিব (ক্রয় ও সংগ্রহ শাখা-২) নাদিয়া হায়দার এবং সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জোসেফ সরদারকে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্ত চলমান।
নথিগুলো ইলেকট্রনিক ডাটা ট্রেকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তরের ক্রয় কার্যক্রম, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকল্পসহ বিভিন্ন বিষয় সংক্রান্ত।