হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারালেন নারী
চট্টগ্রামের রাউজানে রোগ নির্ণয় করাতে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বাগোয়ান ইউনিয়নের কালুমরারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রানী আকতার (৬০)। তিনি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ঠাকুরপাড়া গ্রামের প্রবাসী আবু ইউচুফের স্ত্রী। শুক্রবার দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, রানী আকতার অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শে তিনি রোগ নির্ণয় করাতে তাঁর এক মেয়ের সঙ্গে শুক্রবার সকালে হাসপাতালে যাচ্ছিলেন। পথে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কালুমরারটেক এলাকা দিয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
রাউজান নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ওই নারী সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ওই নারীকে চাপা দেওয়ার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যান।