ডিবির ভুয়া ৯ সদস্য গ্রেপ্তার!

 

রাজধানীর ব্যাংকের আশপাশে ওত পেতে ডিবি পরিচয়ে ডাকাতি করে আসছিল একটি চক্র। আসল ডিবি কর্মকর্তা বোঝাতে চক্রটি ব্যবহার করতো নকল জ্যাকেট, ওয়াকিটকি, নকল পিস্তল। এ রকম এক চক্রের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী ব্যক্তিদের অনুসরণ করে সুবিধাজনক জায়গায় গিয়ে গতিরোধ করত গোয়েন্দা পুলিশের বেশধারী একটি চক্র। পরে হাতকড়া পরিয়ে টাকাসহ ব্যক্তিকে কোনো এক অপরাধের অজুহাতে নিজেদের গাড়িতে তুলে নিত এই চক্রের সদস্যরা। ভুক্তভোগীর কাছে থাকা টাকা তো বটেই, এমনকি ক্রেডিট কার্ড থেকেও জোর করে টাকা ডাকাতি করার অভিযোগ রয়েছে ওই চক্রের বিরুদ্ধে।

 

মঙ্গলবার (২৬ অক্টোবর) এমনই এক ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর মতিঝিল এলাকা থেকে এই ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ডিবি পুলিশের ব্যবহৃত জ্যাকেট, নকল ওয়াকিটকি, পিস্তল, দুটি গাড়িসহ ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম পাওয়া যায়। ধারাবাহিক অভিযানে এই চক্রের কাছ থেকে উদ্ধার হয় ৫ হাজার পিস ইয়াবা।

 

এ প্রসঙ্গে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়ে বাসায় যাচ্ছে বা যাবে এমন লোকেদের তারা টার্গেট করে। তাদের গাড়িতে তুলে টাকা-পয়সা নিয়ে নেয়। এরপর বিভিন্ন জায়গায় ফেলে চলে যায়।

এই ধরনের ডাকাতির সঙ্গে অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত সরকারি চাকরিজীবীদেরও সংশ্লিষ্টতা পাওয়ার দাবি করছে গোয়েন্দা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিলেই ঘাবড়ে না গিয়ে নাগরিকদের যাচাই করার আহ্বান ডিবির যুগ্ম কমিশনারের।

 

হারুন অর রশীদ আরও বলেন, যাচাই না করে কারো সঙ্গে যাওয়া যাবে না। গেলেই ক্ষতি হতে পারে। অবসরপ্রাপ্ত ও চাকরিচ্যুত সরকারি কিছু কর্মকর্তা এসবের সঙ্গে জড়িত।

 

গত পাঁচ-সাত বছর ধরেই গ্রেপ্তারকৃত চক্রটি এই ধরনের ডাকাতি করে আসছিল বলে জানায় ডিবি। এদের কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র ও ধর্ষণসহ কয়েক ধরনের মামলা রয়েছে।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ