বগুড়ায় শেরপুরে মামাতো বোনকে বাঁচাতে গিয়ে ফুফাতো বোনেরও মৃত্যু

বগুড়ার শেরপুরে পুকুরে ডুবে ১০ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
রোববার বেলা সাড়ে ১১ টার দিকে ওই উপজেলার খানপুর ইউনিয়নের ভাটারা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জেমি খাতুন ওই গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে, মিম খাতুন কাজীপুর উপজেলার বেলতলা গ্রামের সুমন হোসেনের মেয়ে।

খানপুর ইউনিয়নের মেম্বার নুরুল ইসলাম নুরু জানান, সকাল থেকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল জেমি ও মিম। এক পর্যায়ে জেমি পুকুরে পড়ে যায়। মিম তাকে উদ্ধার করতে পুকুরে নেমে আর উঠতে পারেনি। মুহূর্তের মধ্যেই দুই বোন পানিতে ডুবে যায়। প্রায় আধা ঘণ্টা পর স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ