পিকআপের ধাক্কায় চালকের মৃত্যু
রংপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মডার্ন ধর্মদাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের হুলাশু বাজার এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত দু’জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, রংপুর নগরী থেকে একটি অটোরিকশা মিঠাপুকুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি নগরীর মডার্ন মোড় ধর্মদাস এলাকায় আসলে বিপরীত দিক থেকে মাছবাহী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক কামালের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা। অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনায় স্থানীয়রা দেড় ঘন্টা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে তাজহাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করে।