এবার ঢাকায় আসবে ট্রেনে কোরবানির গরু

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটাল স্পেশাল ট্রেন’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১৭ জুলাই থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকায় আসবে এই ট্রেন। ট্রেনে প্রতিটি গরু আনতে ভাড়া লাগবে ৫০০ টাকা, ছাগল ৩০০ টাকা। ১৯ জুলাই অবধি এ পরিবহন চালু থাকবে।

মঙ্গলবার (৬ জুলাই) এই তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম। তিনি জানান, ঢাকায় কোরবানির পশু চাহিদা মেটাতে এবং খামারিদের লাভের জন্য এই ট্রেন চালু করা হচ্ছে। ১৭ জুলাই দেওয়ানগঞ্জ থেকে বিকেল সাড়ে ৩টায় ট্রেন ছাড়বে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌছাবে পরদিন সকাল ৬টায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ