জুলাইয়ের শুরুতেই বন্যার আশঙ্কা

 

ভারি বর্ষণের আভাস থাকায় আগামী তিন দিন দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ ছাড়া জুলাইয়ের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বন্যার শঙ্কার কথাও জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জুন) কেন্দ্রের বুলেটিনে জানানো হয়, সিলেটের সারিঘাটে সারিগোয়াইন নদী এবং সুনামগঞ্জের লড়েরগড়ে যাদুকাটা নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানিও আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। মাঝ আষাঢ়ে মৌসুমি বায়ু বেশ সক্রিয় হওয়ায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ চলছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী কয়েক দিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। বুধবারও (৩০ জুন) দেশের কোথাও কোথাও অতি ভারি বর্ষণের সতর্কবার্তা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় রাজশাহীর বদলগাছীতে দেশের সর্বোচ্চ ১৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদমাধ্যমকে জানান, বুধবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।

এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টির এমন প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উজানে পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় ও ত্রিপুরার বিভিন্ন এলাকায় আগামী ৭২ ঘণ্টায় ভারি বর্ষণের আভাস রয়েছে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া সংবাদমাধ্যমকে জানান,  উজানে ভারি বর্ষণের ফলে দেশে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার, বহ্মপুত্র, উত্তর পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকা এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকায় প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে সুনামগঞ্জের লড়েরগড়ে যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল। আর সিলেটের সারিঘাটে সারিগোয়াইন বইছিল বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে।

সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচে থাকলেও ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৭২ সেন্টিমিটার। সে কারণে আগামী এক দিনের মধ্যে তা বিপৎসীমা পেরিয়ে যাবে বলে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র মনে করছে।

এ ছাড়াও জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, মধ্যাঞ্চলের বহ্মপুত্র-যমুনা ও পদ্মা অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চলে এ সময় বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্বল্পমেয়াদি বন্যার আভাস দিয়ে কেন্দ্রের প্রকৌশলীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ