কুলাউড়ায় প্রার্থীদের সাথে নির্বাচন কর্মকর্তার মতবিনিময়
কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারীর নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের আশ^স্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের সিলেট অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বলেছেন, নির্বাচনের দিন পৌরসভার ৯ কেন্দ্রে ৯ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স ভোটকেন্দ্রে সার্বক্ষনিকভাবে দায়িত্ব পালন করবেন। সুষ্ট ও অবাধ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।
কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার দুপুরে প্রতিদ্ব›িদ্ব মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে এক মতবিনিময়কালে তিনি একথা বলেন।
কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবাল এর সভাপতিত্বে মতবিনিময়ে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী প্রার্থীদের নির্বাচনী আচরনবিধি লংঘন না করার আহŸান জানিয়ে বলেন, আচরনবিধি লংঘন রোধে ৩ জন ম্যাজিষ্ট্রেট মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। যারা লংঘন করবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি কুলাউড়ার ঐতিহ্য রক্ষায় ১৬ জানুয়ারী উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্নের জন্য সকল প্রার্থীসহ সমর্থক ও ভোটারদের সহযোগিতা কামনা করেন।
সভায় কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সম্পাদক খালেদ পারভেজ বখশসহ ৪ জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ (নৌকা) প্রার্থী সিপার উদ্দিন আহমদ, জগ প্রতিকের প্রার্থী শাজান মিয়া (স্বতন্ত্র)সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার ও সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীরা উপস্থিত ছিলেন।