তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা জানুয়ারিতে

নতুন বছরের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এর কয়েক দিন পর রয়েছে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা। তখন তাপমাত্রা অনেক কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক কাউসার পারভীন বলেন, ‘আগামী দুই দিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। এরপর থেকে আবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে আমরা দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলছি। এরমধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে।’

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, নদ নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের বেলা সূর্যের দেখা মিললেও বিকেলের পর থেকে শীত অনুভূত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ