কমলগঞ্জে ভোক্তা অধিকারের জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রি করার অপরাধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের অভিযানে উপজেলার ভানুগাছ বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ৮হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ থানার পুলিশের সহযোগিতায় তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাদ্য পণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভানুগাছ বাজারের কলেজ রোডে অবস্থিত এ এম মেডিকেল হলকে ৩ হাজার, চৌমুহনায় সুমন ভেরাইটিজ স্টোরকে ৩ হাজার ও দুলাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।