বড়লেখায় ট্রাক্টর চালককে জরিমানা
বড়লেখায় প্রাকৃতিক টিলা কেটে মাটি পরিবহণের দায়ে রইব আলী নামে এক ট্রাক্টর চালককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও মো. শামীম আল ইমরান।
জানা গেছে, উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের পাহাড়ি এলাকার প্রাকৃতিক টিলা কেটে নিচু জমি ভরাটের জন্য মাটি পরিবহণ করছিল ট্রাক্টর চালক রইব আলী। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পৌরসভা এলাকার পাখিয়ালা-ডিমাই সড়কে টিলার মাটিবাহী ট্রাক্টরসহ চালক রইব আলীকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
অবৈধভাবে টিলা কেটে মাটি পরিবহণের দায়ে ট্রাক্টর চালককে ১ লাখ টাকা জরিমানা করার সত্যতা নিশ্চিত করে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান জানান, প্রাকৃতিক পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।