মৌলভীবাজার সমিতির নির্বাচন ৩১ ডিসেম্বর
সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন মৌলভীবাজার সমিতি, সিলেট-এর ২০২১-২২ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। গত রোববার সমিতির উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার সাদ ওবায়দুল লতিফ চৌধুরী, সমিতির উপদেষ্টা ও সহকারী কমিশনার অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সমিতির উপদেষ্টা ও সহকারী কমিশনার এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ এর সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩১ ডিসেম্বর ভোট গ্রহনের দিন ধার্য্য করে নির্বাচনি তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ১৭ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৪ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৭ ডিসেম্বর বাতিলকৃত মনোনয়নপত্রের উপড় আপিল গ্রহন ও শুনানি, ২৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহর, ২৯ ডিসেম্বর প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ, ৩১ ডিসেম্বর ২০২০ নির্বাচন/ভোট গ্রহন এবং ফলাফল ঘোষণা।
নির্বাচন বিষয়ে সবধরনের তথ্য উপাত্ত ও নমিনেশন ফরম সহ, তফসিলের তারিখ অনুযায়ী সকাল ১১টা থেকে দুপুর ১টার মধ্যে ৯ পৌর বিপনী কেন্দ্র, পূর্ব বন্দরবাজার থেকে সংগ্রহ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি