দেওয়ান মাহদি ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরস সোসাইটির সভাপতি
ব্রিটেনের মুলধারার আইনজীবীদের সংগঠন ‘দি সোসাইটি অব ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরস’-এসবিবিএস-এর নির্বাচনে ২০২১-২০২২ সেশনের জন্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি পদে সলিসিটর দেওয়ান মাহদি নির্বাচিত হয়েছেন। প্রায় ১২ বছর পূর্বে ইংল্যান্ড ও ওয়েলস-এর দি ল সোসাইটি হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড ফিলিপসের উপস্থিতিতে অভিষেকের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু। বিগত এক দশকেরও বেশি সময় ধরে দেওয়ান মাহদি ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল-এস’র লিগ্যাল এডভাইজরি প্রোগ্রামের উপস্থাপকের দায়িত্ব পালন করছেন। আইন ব্যবসার পাশাপাশি দেওয়ান মাহদি ব্রিটেনের মূলধারার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।
তিনি ডেগেনহাম ও রেনহাম নির্বাচনী এলাকায় কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ব্রিটেনের ব্যবসায়ীদের প্রভাবশালী সংগঠন ‘দি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র একজন ডাইরেক্টর।
দেওয়ান মাহদির জন্ম সুনামগঞ্জের দুহালিয়ার জমিদার পরিবারে। তিনি আসাম পার্লামেন্টের সাবেক এমপি দেওয়ান আহবাব চৌধুরী বিদ্যাবিনোদ-এর নাতি। দেওয়ান মাহদি দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের জীবন সদস্য এবং সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক ডেপুটি রেজিস্ট্রার। বিজ্ঞপ্তি