নারী বডিবিল্ডারকে টয়লেটে ঢুকতেও বারণ!
দুই সন্তানের মা রিনি ক্যাম্পবেল সমাজে নারী বডিবিল্ডারদের নিয়ে যে দৃষ্টিভঙ্গি রয়েছে তা বদলাতে চান। তিনি বলেন, পুরো জীবনভর সমাজ নারীদের যেভাবে দেখেছে তা কোনোভাবেই উচিত নয়। এর যথেষ্ট পরিবর্তন দরকার।
স্মৃতিচারণ করতে গিয়ে রিনি বলেন, ‘স্বপ্নের বডি তৈরি করতে গিয়ে মানসিক এবং শারিরিক অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।’
অনেক পরিশ্রমের পর ৮৫ পাউন্ড অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। এছাড়া ইউরোপের ৮-১৪ সাইজ অর্জনে সক্ষম হয়েছেন এই নারী।
‘আমি আমার শরীরের ছবি প্রকাশে অনেক নিরাপত্তা অবলম্বন করি। আমার মনে হয় মানুষ এটা এখনো সহজভাবে নিতে পারেনি।’
তিনি বলেন, শত প্রতিকূলতা শর্তেও একজন নারী বডিবিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি কাজ করে যাচ্ছেন।
যদিও অনেক সময় তাকে নারীদের টয়লেটে প্রবেশে নিষেধ করেন কেউ কেউ। আবার অনেকে বলেন- তিনি এখন আর নারীদের মতো দেখতে না। এছাড়া আরো অনেকভাবেই তাকে হীন করা হয়, জানান রিনি। সূত্র: সিএনএন।