সড়ক দুর্ঘটনায় সৌদিতে তিন সিলেটীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তায়েফ তুরাবায় দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে ।

নিহতরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার ৪ নম্বর সাতবাঁক ইউনিয়নের কুওরেরমাটি গ্রামের আব্দুল খালিকের ছেলে মাশুক আহমদ (৩৫) ও নুর আহমদের ছেলে আব্দুস শুকুর (৩২) এবং জকিগঞ্জ উপজেলার গঙ্গারজল গ্রামের মাইক্রোবাসচালক সিরাজ উদ্দিন (৪০)।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তায়েফ তুরাবার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের জালাল আহমদ (৩৯)।

এ বিভাগের অন্যান্য সংবাদ